নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সপ্তাহের প্রথম দিনই বাড়ল পেট্রোলের দাম । গত মে মাস থেকে একনাগাড়ে দুই দিন অন্তর বেড়েছে পেট্রোলের দাম । আজ আবার দাম বাড়ল জ্বালানির । আন্তর্জাতিক বাজারে বেড়ে চলেছে অপরিশোধিত তেলের দাম যার প্রভাব সরাসরি পড়ছে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামে ৷
The price of petrol & diesel in Delhi is at Rs 93.31 per litre and Rs 86.22 per litre respectively today
— ANI (@ANI) June 7, 2021
Petrol & diesel prices per litre – Rs 101.52 & Rs 93.58 in Mumbai, Rs 96.71 & 90.92 in Chennai, Rs 95.28 & Rs 89.07 in Kolkata
(File pic) pic.twitter.com/atLoMS66Cy
এদিন পেট্রোলের দাম ২৪-২৮ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে । অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ২৬ থেকে ২৮ পয়সা । উল্লেখ্য, গত ২১ দিনে পেট্রোলের দাম লিটার প্রতি ৪.৯৯ টাকা এবং ডিজেল ৫.৪৪ টাকা বাড়ানো হয়েছে ৷
লিটারপ্রতি ২৪ পয়সা দাম বৃদ্ধির ফলে কলকাতায় আজ পেট্রোলের দাম ৯৫ টাকা ২৮ পয়সা । দিল্লিতে ৯৫ টাকা ৩১ পয়সা । মুম্বাইতে ১০১ টাকা ৫২ পয়সা । চেন্নাইতে ৯৬ টাকা ৭১ পয়সা । বেঙ্গালুরুতে ৯৮ টাকা ৪৯ পয়সা । নয়ডাতে ৯২ টাকা ৬৭ পয়সা ।
একইসাথে লিটারপ্রতি ২৬ থেকে ২৮ পয়সা দাম বৃদ্ধির ফলে কলকাতায় আজ ডিজেলের দাম ৮৯ টাকা ০৭ পয়সা । দিল্লিতে ৮৬ টাকা ২২ পয়সা । মুম্বাইতে ৯৩ টাকা ৫৮ পয়সা । চেন্নাইতে ৮৯ টাকা ০৭ পয়সা । বেঙ্গালুরুতে ৯১ টাকা ৪১ পয়সা । নয়ডাতে ৮৬ টাকা ৭০ পয়সা ।
পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় বদল করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি , ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুন দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷