ঈদ উপলক্ষে বুধবার দুপুরে নদীয়ার নবদ্বীপ থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক সমন্বয় সভা

নদীয়া: ঈদ উপলক্ষে বুধবার দুপুরে নদীয়ার নবদ্বীপ থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক সমন্বয় সভা। কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক এর উদ্যোগে ও নবদ্বীপ থানার সহযোগিতায় অনুষ্ঠিত এদিনের সভা মঞ্চ থেকে সামগ্রিকভাবে করোনা স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়ে ঈদ উৎসব পালন করার জন্য  আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি মসজিদে নামাজ পড়ার জন্য ৫০ জনের বেশি লোকসমাগম করা যাবে না ।  মসজিদগুলোতে মাস্ক স্যানিটাইজার রাখার ব্যবস্থা রাখতে হবে বলেও জানান নবদ্বীপ থানার আইসি দেবাশীষ চট্টোপাধ্যায়। এছাড়াও মসজিদ গুলি থেকে এলাকায় মাইকিং করে করোনা সচেতনতা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার আবেদন জানানো হয় এদিনের সভা মঞ্চ থেকে।

নদীয়া নবদ্বীপ থানার সমন্বয় সভা মঞ্চে এই দিন উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ,নবদ্বীপ পৌরসভার প্রাক্তন পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপের বিডিও বরুনাশীষ সরকার, ডিএসপি ডিএন্ডটি শুভাশিস চৌধুরী সহ নবদ্বীপ ব্লকের অন্তর্গত প্রতিটি মসজিদের ইমাম ও মসজিদ কর্তৃপক্ষ গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *