নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: এবার যেন পুরোপুরি খোশমেজাজে ধোনির চেন্নাই। গত মরশুমে যেখানে পয়েন্ট টেবিলের শেষে দেখা গিয়েছিল চেন্নাই সুপার কিংসকে, এবার ঠিক তারই বিপরীত। শুক্রবার বিরাট কোহলির ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে চলতি মরশুমে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করেছে চেন্নাই। ভারতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যথেষ্ট ভালো খেললেও সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে এই নিয়ে টানা সাতটা ম্যাচে হার স্বীকার করল। অন্যদিকে, ধোনি এবং রায়নার হাত ধরেই দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করল চেন্নাই সুপার কিংস।
The FINISH and the Chinna Moment!?#RCBvCSK #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/IxwLyC2ljT
— Chennai Super Kings – Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) September 24, 2021
আজ শুরু থেকেই রানের গতি বাড়াতে শুরু করেন বিরাটরা। দুই ওপেনারের মধ্যে ১১১ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। প্রথমে ১১.১ ওভারে দীপক চাহারের বলে বাউন্ডারি হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূরণ করলেন দেবদত্ত পাডিক্কল। আইপিএল টুর্নামেন্টে এটা তাঁর ষষ্ঠ অর্ধশতরান। গুঞ্জন শুরু হয়ে যায়, গত ম্যাচে যেখানে ৯২ রানে অলআউট হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেখানে আজ ওপেনিং জুটিতেই উঠল ৯২ রান। এরপর ১২.১ ওভারে রবীন্দ্র জাদেজাকে বাউন্ডারি হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন বিরাট কোহলি।। সকলেই আশা করছিলেন যে আজ হয়ত ২০০ রানের চৌকাঠ স্পর্শ করবে RCB। কিন্তু আরসিবির দৌড় থেমে গেল ১৫৬ রানেই।B
জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের দুই ওপেনারই ভালো শুরু করেন। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ঋতুরাজ ২৬ বলে ৩৮ রান করে আউট হন। ৯.১ ওভারে ফাফ দু প্লেসিকে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। দুটি চার ও দুটি ছক্কার সাহায্যে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক করেন ২৬ বলে ৩১। ১৪তম ওভারের শেষ বলে মঈন আলির উইকেট তুলে নেন হর্ষল প্যাটেল। দুটি ছয়ের সাহায্যে ১৮ বলে ২৩ রান করে প্যাটেলের স্লো বলে ঠকে তিনি বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। হর্ষল প্যাটেলই আউট করেন অম্বাতি রায়ুডুকে। এরপর দলকে জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি।