নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: বছর দুয়েক আগে গরুর দুধে সোনার হদিস দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এহেন বক্তব্যে নানাভাবে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। শুক্রবার দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে উল্টে সমালোচকদের ‘আসল দুধ খাননি’ বলে সমালোচনা করেন তিনি। এরপর থেকেই শোরগোল পরে গিয়েছে তার এই বক্তব্যে।
আসলে এদিনের সাংবাদিক বৈঠকে ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ ?
শুক্রবার BJP-র সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, ‘যারা আসল দুধ খাননি, তারা গোরুর দুধের সোনার দর বুঝবেন কী করে! ‘ এখানেই শেষ নয়, তিনি বলেন, ‘বাংলায় তো এখন আসল দুধই নেই, সবাই প্যাকেটের দুধ কিনে খায়। কেউ কি আর আর আসল দুধ খাচ্ছে!’
ফের একবার গরুর দুধে সোনা পাওয়ার কথা বলে শোরগোল ফেলেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি আরও একবার উড়িয়ে দিয়েছে প্রাণী বিশেষজ্ঞরা। তৃণমূলও তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি। এপ্রসঙ্গে এক প্রাণী বিজ্ঞানী বলেন, “এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক কথা। গরুর দুধে অনেক প্রয়োজনীয় উপাদান থাকে। তাই বাচ্চা থেকে বড়, সব বয়সী মানুষদের দুধ খেতে বলা হয়। কিন্তু তাতে কোনওভাবে সোনা নেই। একজন বিশিষ্ট মানুষের মুখে এহেন মন্তব্য মানা যায় না।”
দিলীপবাবুর মন্তব্য নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘দিলীপবাবু যদি সেই আসল গরুর সন্ধান দিতে পারেন তাহলে তা নিয়ে গবেষণার ব্যবস্থা হবে।’