নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: আজ ভবানীপুর সহ রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের ফল। এদিন উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার আগে সকালে প্রাতঃভ্রমনে বেরিয়ে কড়া ভাষায় তৃণমূলকে বিধলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন,’রেজাল্ট বেরোনোর আগে সবাই বড়ো বড়ো কথা বলতে পারে, কিন্তু রেজাল্ট ঘোষণা হলেই বোঝা যাবে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে।’ মুখ্যমন্ত্রী কি নিজের চেয়ার ধরে রাখার লড়াইয়ে জিতে পারবেন নাকি তাঁরই চেনা মাঠে বিজেপি বা সিপিআইএম-এর কেউ একজন গোল দিয়ে বেড়িয়ে যাবেন। যত সময় যাচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। কে হাসবেন শেষ হাসি এই নিয়েই চলছে উত্তেজনা। ফলাফল জানতে অধীর আগ্রহে অপেক্ষায় সমগ্র বাংলা। কে জিতবে সেই নিয়ে সকাল সকালই মুখ খুলেছেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
মুখ্যমন্ত্রী কি নিজের চেয়ার ধরে রাখার লড়াইয়ে জিতে পারবেন নাকি তাঁরই চেনা মাঠে বিজেপি বা সিপিআইএম-এর কেউ একজন গোল দিয়ে বেড়িয়ে যাবেন। যত সময় যাচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। কে হাসবেন শেষ হাসি এই নিয়েই চলছে উত্তেজনা। ফলাফল জানতে অধীর আগ্রহে অপেক্ষায় সমগ্র বাংলা। কে জিতবে সেই নিয়ে সকাল সকালই মুখ খুলেছেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
গোটা দেশের নজর এখন ভবানীপুরের দিকে। কারণ, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মোড়া রয়েছে গণনাকেন্দ্র। প্রথম বলয়ে রয়েছে স্থানীয় পুলিশ। দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ। তৃতীয় বলয় – অর্থাৎ গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ২৪ জন জওয়ান। সকালে গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা হবে ১৪৪ ধারা।
অন্যদিকে, মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ভোট গণনা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। কমিশন সূত্রের খবর, জঙ্গিপুরে ২৬ রাউন্ড এবং সামশেরগঞ্জের ২৪ রাউন্ড গণনা হবে। গত ২৬ এপ্রিল, সপ্তম দফায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট হওয়ার কথা থাকলেও দুই প্রার্থীর মৃত্যুর কারণে তা স্থগিত হয়ে যায়। গত বৃহস্পতিবার, ভবানীপুরের পাশাপাশি বকেয়া ভোটগ্রহণ হয় ওই দুই কেন্দ্রেও।