শান্তিপুর,নদীয়া: আবার ৩৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। এক জন মারা যাওয়া ছাড়াও আহত হয়েছেন ৫ জন। আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২ জনকে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর ফুলিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে।

সূত্রে জানা যায়, হঠাৎই একটি ট্রাক চালক বেপরোয়াভাবে একের পর এক মানুষ কে ধাক্কা মারতে থাকে। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে একাধিক মানুষ। তাদেরকে উদ্ধার করে শান্তিপুরের হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা ও পুলিশ।

ইতিমধ্যেই ঘাতক গাড়ির চালককে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটেছে কি না তা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা পুলিশ।
আহতদের দেখতে শান্তিপুর হাসপাতলে পৌঁছেছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। প্রত্যেক আহতদের পরিবারের সাথে কথা বলেন, এছাড়াও আশঙ্কাজনক ব্যক্তিদের তড়িঘড়ি জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।