নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দুরন্ত লড়াইয়ে শেষ হাসি হাসলেন সিন্ধু। পি ভি সিন্ধুর হাত ধরে দ্বিতীয় পদক এল দেশে। ব্রোঞ্জের লড়াইয়ে চীনের হি বিংজিয়ায়োকে হারিয়ে দিলেন তিনি। খেলার ফল ২১-১৩, ২১-১৫। চানু,লভলীনার পর তৃতীয় ভারতীয় হিসেবে টোকিয় অলিম্পিকে পদক জিতলেন সিন্ধু। সিন্ধুই প্রথম মহিলা ভারতীয় অ্যাথলিট যিনি দুটি অলিম্পিকে পর পর পদক জিতলেন ভারতের হয়ে।
21-13, 21-15 and 53 minutes of play –
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 1, 2021
This is all #IND's PV Sindhu took to win the ? against He Bing Jiao of #CHN in the women's badminton singles ?
Congratulations, champ! ?#Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether @Pvsindhu1 pic.twitter.com/TMGQjc4xj0
এদিন শুরু থেকেই ছিলেন চেনা ছন্দে। যেই ছন্দে পিভি সিন্ধুকে দেখা গিয়েছিল গোটা অলিম্পিকে। প্রতিপক্ষকে খুনে মেজাজে কোনঠাসা করে স্ট্রেট গেমে ম্যাচ জেতা। মাত্র ২৩ মিনিটেই প্রথম গেম পকেটে পুরে নেন সিন্ধু। দ্বিতীয় গেমেও সেই একই মেজাজ। এদিন হায়দরাবাদী এক একটা বিষাক্ত স্ম্যাশের কাছে অসহায় আত্মসমর্পণ করছিলেন চিনের প্রিতপক্ষ। দ্বিতীয় গেমেও দুরন্ত জয়। ২১-১৫ ফলে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন পিভি সিন্ধু। ৫২ মিনিটেই ব্রোঞ্জ জিতলেন সিন্ধু। কুস্তিগীর সুশীল কুমারের পর ব্যক্তিগত ইভেন্টে এই নজির গড়লেন পিভি সিন্ধু।
We are all elated by the stellar performance by @Pvsindhu1. Congratulations to her on winning the Bronze at @Tokyo2020. She is India’s pride and one of our most outstanding Olympians. #Tokyo2020 pic.twitter.com/O8Ay3JWT7q
— Narendra Modi (@narendramodi) August 1, 2021
রিয়োতে রুপো জয়ের পর টোকিয়োতে সোনার পদকের লক্ষ্যেই লড়ছিলেন সিন্ধু। কিন্তু সেমিফাইনালে বিশ্বের এক নম্বর শাটলার চাইনিজ তাইপেইয়ের তাই জু-ইংয়ের কাছে হার মানতে হয় তাঁকে। তাই জুর দাপটের সামনে যেন খেই হারিয়ে ফেলেছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। তবে সোনার স্বপ্ন ভঙ্গ হলেও দেশকে ব্রোঞ্জ এনে দিলেন সিন্ধু।