নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দেশজুড়ে আবার বাড়ছে আতঙ্ক । করোনা,ব্ল্যাক ফাঙ্গাস,ইয়াসের মাঝে আরেকটি বিপদ ঘুরে বেড়াচ্ছে দেশবাসীর মাথার ওপর । আবারও ক্ষতি হতে চলেছে বিঘার পর বিঘা ফসলের । মাথায় হাত পড়তে পারে কৃষকদের । আবার দেশজুড়ে হানা দিচ্ছে পঙ্গপালের ঝাঁক ।
গত বছরও করোনা অতিমারীর মাঝে দেশজুড়ে হানা দিয়েছিল ফসল ভক্ষক পঙ্গপালের ঝাঁক । তবে,আবারো কী ঘটতে চলেছে ঘটনার পুনরাবৃত্তি ?মে মাসের শেষের দিকে দেশের একাধিক জেলায় হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে পঙ্গপালের,এমনটাই জানিয়েছে সরকার । উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে চলতি মাসের প্রথম দিকে রাজস্থানের জয়সলমিরে পঙ্গপালের দেখা মিলছে । ধীরে ধীরে চলতি মাসের শেষে উত্তরপ্রদেশে প্রবেশ করবে এই ফসল ভক্ষকের দল ।
এই প্রসঙ্গে আগ্রার কৃষিবিভাগের আধিকারিক রাম প্রবেশ জানিয়েছেন, “খাবারের খোঁজে চলতি মাসের শুরুতেই পাকিস্তান থেকে কয়েক লক্ষ পঙ্গপাল এ দেশে ঢুকে পড়েছে। বর্তমানে তারা রাজস্থনের জয়সলমীরে ঘাঁটি গেড়েছে। খুব শীঘ্রই তা আগ্রায় প্রবেশ করবে। সেখান থেকে অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়তে পারে।”
উল্লেখ্য গত মাসেও ভারতের পশ্চিমের রাজ্যগুলিতে হানা দিয়েছিল পঙ্গপালের দল । নষ্ট করে দিয়েছিল মাঠের পর মাঠ ফসল । পঙ্গপাল তাড়াতে নানা ব্যাবস্থা নিয়েছিল কৃষকরা । কড়া পাহারা সত্ত্বেও নষ্ট হয়েছিল বহু ফসল ।আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে দেশে ।