নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার ফ্ল্যাটে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ মাদক। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর নিজের ফ্ল্যাট থেকে তাকে আটক করে র্যাব। এর আগে বিকেল ৪টায় পরীমনির ফ্ল্যাটে অভিযানে যান র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা।
বাংলাদেশি একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, পরীমনিকে নিজেদের হেফাজতে নিয়েছে র্যাব, কিছুক্ষণের মধ্যেই তাকে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে র্যাবের সদরদফতরে। সেখানে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে র্যাব। সূত্রে জানা গেছে, নায়িকা পরীমনি ও তার পরিচিত কয়েক জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান। তবে পরীমনির বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
র্যাবের অভিযানের আগে যখন আইনশৃঙ্খলা বাহিনী তার ফ্ল্যাট ঘিরে রাখে, তখনই নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে আসেন তিনি। লাইভে পরীমনি অভিযোগ করেন, “আমি মরব আর কেউ কিছু বলবে না? মরতে তো একদিন হবেই। আমি এই লাইভ কাটব না। যতক্ষণ না থানা থেকে পুলিশ আসবে, মিডিয়া আসবে ততক্ষণ লাইভ চলবে। ভাই আপনারা কেউ বুঝতে পারছেন আমার অবস্থা? এইখানে কাছেই থানা। অথচ তারা আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে। তিনদিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কই। একটু আসবেন দেখবেন? এরা কারা? ভাঙচুর করছে। এসব আল্লাহ সহ্য করবে না। আপনারা কত মানুষ এই লাইভ দেখছেন। কেউ কিছু বলছেন না। আমার বাসায় আমার বুড়ো নানা এসেছেন। আপানারা মিডিয়ার কেউ আসবেন? আমি তো মরে যাচ্ছি। তার ফ্ল্যাটে ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন।”
উল্লেখ্য,দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন পরীমনি। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে দুই মডেল গ্রেফতার হয়েছেন। তাদের বাসায়ও বিপুল মাদক ও ইয়াবা পাওয়া গেছে।