নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দীর্ঘ ২৭ ঘন্টা ম্যারাথন জেরার পর গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নাকতলার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর শনিবার তাঁকে গ্রেফতার করলেন ইডি আধিকারিকেরা। অভিযোগ, টাকার উৎস নিয়ে বারবার বয়ান বদল করেছেন পার্থ। শুধু তাই নয়, তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে। এরপরই গ্রেফতারির সম্ভাবনা জোরাল হয়। শনিবারই তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
শুক্রবার সাতসকালে নাকতলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দরজায় হাজির হয়। সকালে ঘুম থেকে তুলে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। সারা রাত ইডির আধিকারিকেরা মন্ত্রীর বাড়িতে ছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় মন্ত্রীর বাড়ি। সূত্রের খবর, টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থ। দু’বার তাঁর বাড়িতে পৌঁছন চিকিৎসকেরা। কিন্তু তাতেও প্রশ্ন-পর্ব থামেনি। অবশেষে দীর্ঘ জেরার পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়।
ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বাড়ানো হয়েছে। দফতরের কর্মীদের ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে সিজিও কমপ্লেক্সে। ইডির গাড়িতে করে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে। ইডি অফিসাররাই নিয়ে আসছেন গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে