নিজস্ব প্রতিবেদন: করোনার বাড়বাড়ন্তে ভারতের একাধিক রাজ্য তাদের ঘোষিত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে । একই পথে হেঁটেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও । সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর বিহারে আগামী ২৫ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন তিনি । সম্প্রতি নীতিশ কুমার ট্যুইটারে লিখেছিলেন লকডাউনের সুফল মিলেছে,তাই আরও দশ দিন বাড়িয়ে দেওয়া হল লকডাউন ।
এরই মধ্যে বিহারের মুখ্যমন্ত্রীর কাছে আজব এক দাবি করে বসলেন এক যুবক । পঙ্কজ কুমার নামের ওই যুবকের আবেদন,লকডাউনের এই সময়ে বিয়ের উপরও নিষেধাজ্ঞা জারি করা হোক । পঙ্কজের এই আর্জি নজর কেড়েছে নেট দুনিয়ার ।
आज सहयोगी मंत्रीगण एवं पदाधिकारियों के साथ बिहार में लागू लॉकडाउन की स्थिति की समीक्षा की गयी। लॉकडाउन का सकारात्मक प्रभाव दिख रहा है। अतः बिहार में अगले 10 दिनों अर्थात 16 से 25 मई, 2021 तक लॉकडाउन को विस्तारित करने का निर्णय लिया गया है।
— Nitish Kumar (@NitishKumar) May 13, 2021
@NitishKumar प्यार के दुश्म केवल दुनिया वाले ही नही है
— Pankaj Kumar Gupta (@PankajK78249443) May 19, 2021
बल्कि प्यार का असल दुश्म तो सरकारी नौकरी है आज मेरे पास "सरकारी जॉब" होती तो मेरी प्रेमिका मेरे पास होती "बेरोजगारी के वजह से आज मेरी प्रेमिका मेरे से दूर हो गई…
19 मई girlfriend गई #Missyoupuchki ?
अपना ध्यान रखना❤
মুখ্যমন্ত্রীর ট্যুইট এর উত্তরে পঙ্কজ লিখেছেন,”স্যার বিয়ের উপরেও নিষেধাজ্ঞা চাপিয়ে দিন। আগামী ১৯ মে আমার বান্ধবীর বিয়ে অন্যত্র ঠিক হয়েছে। সেটা তাহলে ভেস্তে যাবে। সারাজীবন আপনার কৃতজ্ঞ থাকব।”
মজার বিষয় হল, পঙ্কজের এই টুইটের জবাব দিয়েছেন তাঁর সেই প্রেমিকা ৷ তিনি পঙ্কজের টুইটের প্রেক্ষিতে লেখেন, ‘‘যখন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, পূজার সঙ্গে কথা বলা শুরু করেছিলে, আমি খুব কেঁদেছিলাম ৷ আজ আমি আনন্দের সঙ্গেই বিয়ে করছি ৷ তাই দয়া করে এসব কোরো না ৷ তবে পঙ্কজ, আমি যাঁকেই বিয়ে করি না কেন, আমার হৃদয়ে চিরকাল তুমিই থাকবে ৷ দয়া করে আমার বিয়েতে এসো ৷ আমার ভাল লাগবে ৷’’