নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সেঞ্চুরির দোরগড়ায় পেট্রোল। আজ আবারও একবার দাম বেড়েছে জ্বালানির। পেট্রোলের দাম লিটারপ্রতি বেড়েছে ৪০ পয়সা। ৪০ পয়সা দাম বেড়ে কলকাতায় আজ পেট্রোলের দাম ৯৯ টাকা ০৪ পয়সা। তবে একটু স্বস্তি দিয়ে দাম বাড়েনি ডিজেলের। ডিজেলের দাম লিটারপ্রতি ৯২ টাকা ৩ পয়সাই আছে।
এদিকে গতকালই বেড়েছে রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু ২৫ টাকা বেড়েছে রান্নার গ্যাসের। বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৭৫ টাকা।
একে তো করোনার অতিমারিতে কাজ হারিয়েছেন বহু মানুষ। তার উপর প্রতিনিয়ত জ্বালানির মূল্যবৃদ্ধিতে খরচ বাড়ছে পরিবহন ব্যবস্থার। সেই সঙ্গেই দাম বাড়ছে মাছ মাংস সহ ভোজ্য তেলের। লাগাতার দামবৃদ্ধির ফলে নাগরিকদের ওপর আর্থিক বোঝা পাহাড়প্রমাণ হয়ে উঠছে।