রাত পোহালেই অক্ষয় তৃতীয়া । বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে অক্ষয় তৃতীয়া পালন করেন ব্যবসায়ীরা।
কিন্তু এবার আংশিক লকডাউনের কারণে রানাঘাটে ব্যাবসায়িক সময় নির্দিষ্ট ।সেই কারণে এবার অনেকেরই অক্ষয় তৃতীয়া পালন করতে পারছেন না।
যার ফলে অর্থনৈতিক দিক দিয়ে চরম ক্ষতির সম্মুখীন মৃৎশিল্পীরা। গতবছর লকডাউন থাকায় তারা ক্ষতির সম্মুখীন হন।
এবছরও লক্ষী ও গণেশ মূর্তি নিয়ে পসরা সাজিয়ে বসেছেন মৃৎশিল্পীরা। কিন্তু বিক্রি বাটার কোন বালাই নেই। যার ফলে মাথায় হাত মৃৎশিল্পীদের।