নদীয়া: রাস্তা লিখনের মধ্যে দিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিনব সচেতনতা প্রচার এক সামাজিক সংগঠনের। উল্লেখ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তাল যখন সারাদেশ সংক্রমণের হার প্রতিদিন হু হু করে বাড়ায় স্বাস্থ্য দপ্তরের কপালে চিন্তার ভাঁজ। সেদিকে লক্ষ্য করেই সমাজের মানুষের স্বার্থে এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক সংগঠন কেউ পৌঁছে দিচ্ছেন করোনা রোগীর বাড়িতে অক্সিজেন কেউ আবার অনাহারে দিন কাটানো মানুষগুলোর মুখে তুলে দিচ্ছে একবেলা খাবার। এবার করোনা সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামল শান্তিপুরের সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনী।
বৃহস্পতিবার রাত্রি শুরু হতেই শান্তিপুরের রাজপথের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে বিভিন্ন রঙের তুলির টানে সচেতনতা প্রচার লিখলেন সংগঠনের একদল তরুণ যুবক।
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রতিদিনই যেভাবে লাগামছাড়া করোনার সংক্রমণ বাড়ছে তা বড়ই উদ্বেগজনক তাই আংশিক লকডাউনের সরকারি নির্দেশিকা কে মেনে আমরা এই কর্মসূচিতে সামিল হয়েছি, যাতে সকাল হতেই সাধারণ মানুষের নজরে পড়ে এবং তারা সচেতন হয়।