নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: আজ সকালেই নারদ কাণ্ডে অভিযুক্ত ফিরহাদ হাকিম,মদন মিত্র শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই । নিজাম প্যালেসে সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয় তাদের । একটু পরেই নিজাম প্যালেসের ১৪ তলার বিল্ডিংয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী । শুরু হয় সিবিআই আধিকারিকদের সঙ্গে বচসা । ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ ও বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা ।
এরপরেই রাজভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা । ধীরে ধীরে বহু কর্মী সমর্থক জড়ো হতে দেখা যায় রাজভবনের সামনে ।বন্ধ হয়ে পড়ে রাস্তা ।
বিক্ষোভকারীরা জানান, যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের ছাড়া হবে ততক্ষণ তাঁরা সেখান থেকে সরবেন না। রাজভবনের উত্তর, দক্ষিণ, পূর্ব সব কটি গেটেই তৃণমূল কর্মীরা জড়ো হন।যেকোনও অপ্রতীকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
অন্যদিকে নারদ মামলায় CBI-এর গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। তিনি প্রশ্ন তোলেন, ‘শুভেন্দু অধিকারীও তো আমার থেকে টাকা নিয়েছেন। সেটা রেকর্ড করাও হয়েছে। তাহলে তাঁকে গ্রেফতার করা হল না কেন? সবার জন্যই এক বিচার হওয়া দরকার।’।এর জবাবে দিলীপ ঘোষ বলেন ,’আদালত তার বিচার করবে।’