নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দক্ষিণ কোরিয়ার ভিডিও গেম প্রস্তুতকারক কোম্পানি ক্র্যাফটনের (Krafton) ‘ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ (BATTLEGROUNDS MOBILE INDIA)-র প্রি-রেজিস্ট্রেশন বা নাম নথিভুক্তের দিন ঘোষণা হল। অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার। বহু প্রতিক্ষিত PUBG Mobile-এর নতুন ভার্সন অর্থাৎ Battlegrounds Mobile India-র প্রি-রেজিস্ট্রেশন শুরু হচ্ছে চলতি মাসের 18 মে থেকে। চিনা যোগ থাকার কারণে গত সেপেম্বর থেকে ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছে পাবজি (PUBG)।
শেষমেশ অন্য নামে অন্য রূপে কামব্যাক করছে PUBG Mobile, যার নাম Battlegrounds Mobile India।
একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে Battlegrounds Mobile India-র ডেভেলপার অর্থাৎ Krafton-এর তরফে বলা হয়েছে যে, ‘একমাত্র প্রি-রেজিস্টার করলেই এই গেমের ভক্তরা নির্দিষ্ট কিছু পুরস্কারের দাবি করতে পারবেন।’ সেই সঙ্গেই আবার কোম্পানির তরফে আরও জানানো হয়েছে, যেহেতু এই গেমটি নির্দিষ্ট করে ভারতের জন্যই লঞ্চ করা হচ্ছে, তাই পুরস্কারও থাকবে শুধু মাত্র ভারতীয় প্লেয়ারদের জন্যই।
আগে পাবজির প্রতি আসক্তি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার অপ্রাপ্ত বয়স্কদের জন্য ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ায় একাধিক বিধি নিষেধ থাকবে বলে জানানো হয়েছে। সে ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। সেই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ৩ ঘণ্টা গেম লিমিট বেঁধে দেওয়া হবে পারে।
সম্প্রতি আবার ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি নতুন ম্যাপের ছবি শেয়ার করেছে। এই ছবি দেখার পরই বেশ উৎসাহী গেমাররা। কারণ এই ছবি আসলে জনপ্রিয় স্যানহক ম্যাপের। এই স্যানহক ম্যাপ ছিল আগের ‘পাবজি মোবাইল ইন্ডিয়া’ গেমেও। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে স্যানহক ম্যাপ পাবজি মোবাইলের সঙ্গে যুক্ত হয়েছিল।
তবে, Krafton-এর তরফে এই নতুন গেমে সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে ‘প্রাইভেসি’-র বিষয়ে। গত বার এই কারণেই পাবজিকে ভারতে ব্যান করা হয়েছিল। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, প্লেয়ারদের সমস্ত ব্যক্তিগত তথ্য স্টোর করা থাকবে কোম্পানির ভারত এবং সিঙ্গাপুরের সার্ভারে। যদিও আইনি প্রয়োজনীয়তার জন্য তথ্য ট্রান্সফার করা হবে অন্যান্য দেশে।