নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: প্রকাশিত 2022 এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বারের মেধা তালিকার শীর্ষে রয়েছেন ২ জন। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই। আর বর্ধমান সিএমএস স্কুলের রৌণক মণ্ডল। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছেন মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল। ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক। আর তার ঠিক তিন মাসের মধ্যেই ফল ঘোষণা। চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লাখ ৫৯। ছাত্রীর সংখ্যা ছিল ৬ লাখ ২৬ হাজার ৮০৪ জন। ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে এ বছর পরীক্ষা নেওয়া হয়েছে।
পাশের হারে মাধ্যমিকে এবারও এগিয়ে পূর্ব মেদিনীপুর। সেখানে প্রায় ৯৭.৬৩ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি। এছাড়াও পাশের হারে এগিয়ে রয়েছে কালিম্পং, পশ্চিম মেদিনীপুরও।