নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাথে ‘চায়ে পে চর্চায়’ বসতে চলেছে তৃনমুল সাংসদ সৌগত রায়। দীর্ঘদিন পর ময়দানে নেমেছেন রাহুল গান্ধী। শুধু তৃনমুল নয় মঙ্গলবার দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সাথে ব্রেকফাস্ট টেবিলে বসবেন ওয়ানাড়ের এই সাংসদ। সূত্রের খবর,মূলত লোকসভার অচল অবস্থা ও আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের উদ্দেশ্যেই বিজেপি বিরোধী ১৭ টি দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
মঙ্গলবারের রাহুল গান্ধীর ব্রেকফাস্ট টেবিলে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, তামিলনাড়ুতে ক্ষমতায় থাকা ডিএমকে,কংগ্রেসের পুরনো জোটের শরিক শারদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস( এনসিপি)। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), সমাজবাদী পার্টি (এসপি)। এছাড়া সিপিআইএম, সিপিআই, ন্যাশনাল কনফারেন্স, আম আদমি পার্টি, আইইউএমএল, আরএসপি, কেসিএম এবং ভিসিকে সকালের ব্রেকফাস্ট টেবিলে ডেকেছেন রাহুল গান্ধী।
বিশেষজ্ঞ মহল মনে করছেন, রাহুল গান্ধী এই উদ্যোগ নিয়েছেন সংসদে সরকারকে চাপে রাখতে কৌশল প্রস্তুত করতে এবং বিরোধীদের ঐক্যবদ্ধ করতে।