Rafale Deal: রাফাল চুক্তিতে নাম না করে ‘চোরের দাড়ি’ প্রকাশ্যে আনলেন রাহুল গান্ধী

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: রাফাল নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নতুন করে অস্বস্তিতে ফেলেছে ফ্রান্সের বিচার বিভাগীয় তদন্ত। রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগে সুর চড়াচ্ছে কংগ্রেস। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ‘চোর কি দাড়ি’ (চোরের দাড়ি) শিরোনামে একটি ছবি প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যা নিয়ে বিতর্ক তুঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘চোরের দাড়ি’, হ্যাশট্যাগ রাফাল দুর্নীতি। ওয়াকিবহাল মহলের মতে, এ ক্ষেত্রে চোরের দাড়ি বলতে প্রধানমন্ত্রীর দাড়িকে বুঝিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রাহুলের এই পোস্টের পাল্টা জবাবে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, “২০১৯ সালে মোক্ষম জবাব পেয়েছিলেন রাহুল। এ বার নিজেকে এই পর্যায়ে নামিয়ে আনলেন। গোটা দেশের মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছিলেন। তার পরও যদি তিনি এই বিষয়টিকেই হাতিয়ার করে ২০২৪-এর নির্বাচনে লড়তে চান, তা হলে তাঁকে স্বাগত”।

এদিকে আজ শ্রীরামপুরে দলীয় কর্মসূচিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাফাল চুক্তির প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন,”নরেন্দ্র মোদীর কী হাল হয় দেখতে থাকুন। এর আগেও একটা কেলেঙ্কারি সামনে এসেছে। তার তদন্ত চলছে। এই তো খেলা শুরু। যত রকমের কেলেঙ্কারি আছে, সবের মাস্টারমাইন্ড বিজেপি। এত দুর্নীতিগ্রস্ত সরকার হয় না। দাড়ির সঙ্গে পাল্লা দিয়ে নরেন্দ্র মোদীর অপদার্থতা এবং দুর্নীতিও বেড়ে চলেছে।”

প্রসঙ্গত, রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে বিতর্ক গোড়া থেকেই। ফ্রান্সের রাফাল নির্মাতা সংস্থা দাসোর সঙ্গে ৫৯ হাজার কোটি টাকায় ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল অনিল আম্বানির সংস্থা। শুরু থেকেই চলে আসছে রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ। শনিবার ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যম মিডিয়াপার্টে একটি প্রতিবেদন-এ বলা হয়েছে,”ভারত ও ফ্রান্সের মধ্যে যে রাফাল চুক্তি হয়েছে, তাতে দুর্নীতির ছাপ রয়েছে। এই চুক্তির তদন্তে এক রহস্যময় ব্যক্তির নাম উঠে এসেছে। এই ব্যক্তি নাকি ভারত ও ফ্রান্সের মধ্যে মধ্যস্থতা করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এমনকী রিপোর্টে প্রকাশ ওই ব্যক্তিকে ১০ লাখ ইউরো (প্রায় ৯ কোটি টাকা) ‘উপহার’ দিয়েছে রাফাল নির্মাণ সংস্থা দাসো অ্যাভিয়েশন। ওই ব্যক্তি সম্পর্কে মোদী সরকার অবগত। এমনই দাবি করেছে ওই সংবাদমাধ্যম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *