বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে! এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের একবার বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। আগামী ৩ তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে রাজ্যে। ৪ তারিখ থেকে ভারী বৃষ্টি হবে রাজ্যের বেশ কিছু জেলায়। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামী দু’তিন দিনে ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে। দক্ষিনবঙ্গে বুধবার হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিনবঙ্গের দুই ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া ,হুগলি, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে হালকা বৃষ্টি হবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ৫ তারিখের পর থেকে বৃষ্টি কমবে দক্ষিনবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে  রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী ৩ দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

সরস্বতী পুজোর দিন সকালে হালকা বৃষ্টি হবে রাজ্যের বেশ কিছু জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *