নদীয়া: রানাঘাটে লকডাউনকে কার্যকর করতে রীতিমতো “দাবাং মুডে”দেখা গেল রানাঘাট পৌরসভার মুখ্যপৌর প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে বাজার ও দোকানপাট।
কিন্তু রানাঘাটে দেখা গেল এই নিয়মকে কার্যত বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন একশ্রেণীর ব্যবসাদার। এই খবর পাওয়া মাত্রই রানাঘাটের রাজপথে নামেন রানাঘাট পৌরসভার মুখ্যপৌর প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়।
যে সমস্ত দোকান খোলা ছিল তাঁদের মধ্যে বেশকিছু দোকানদারকে ভৎসনা করেন তিনি,পাশাপাশি তিনি অনুরোধও করেন দোকান বন্ধ করার জন্য।
একই সঙ্গে তিনি ব্যবসাদার থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে আবেদন করেন রানাঘাটকে করোনা মুক্ত করে রাখার জন্য করোনা বিধি মানতে।
উল্লেখ্য ৩০ মে পর্যন্ত রাজ্যে লকডাউন । বন্ধ বাজার হাট সহ সমস্ত গণপরিবহন । কর্মহীন বহু মানুষ । আবারও একবার ক্ষতির মুখে সাধারণ মানুষ।বিশেষত খেটে খাওয়া মানুষজন।