রানু মন্ডলের বায়োপিক এবার হিন্দি ভাষায়, রানুর ভূমিকায় ওয়েব সিরিজ খ্যাত ঈশিকা দে

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: রানাঘাট রেলস্টেশনে বসে ভিক্ষা করার সময় লতা মোঙ্গেশকরের এক পেয়ার কা নাগমা হ্যায়- গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রানু মন্ডল। বলিউডের সংগীত পরিচালক গায়ক হিমেশ রেশামিয়া তাকে নিজের ছবিতে প্লে-ব্যাক করানোর সঙ্গে সঙ্গে রানাঘাটের রানু মন্ডল হিট হয়ে যান। এবার তাঁর জীবন নিয়েই তৈরি হচ্ছে নতুন ছবি ‘মিস রানু মারিয়া’। 

জানা গিয়েছে ছবিটি পরিচালনা করবেন হৃষীকেশ মন্ডল (Hrishikesh Mondal)। হিন্দি ভাষায় তৈরি এই ছবিতে রানু মন্ডলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় ওয়েব সিরিজ স্যাকরেড গেমস খ্যাত ঈশিকা দে (Eshika Dey। এছাড়াও এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে হিমেশ রেশামিয়াকে (Himesh Reshammiya), এমনটাই জানিয়েছেন পরিচালক। আগামী নভেম্বর থেকে শুরু হবে ছবির শ্যুটিং। সব ঠিক থাকলে আগামী বছর মার্চ এপ্রিলে মুক্তি পেতে চলেছে রানু মন্ডলের বায়োপিক। 

পরিচালক হৃষীকেশ মন্ডল জানিয়েছেন, বেশ কয়েকটি গান থাকবে ‘মিস রানু মারিয়া’ ছবিতে। যে গানগুলি পরিচালনা করবেন সুরজিৎ, সিধু এবং নীলাকাশ।

এখন ফের রানাঘাটের বাড়িতে এসে থাকতে শুরু করেছেন রানু। আর্থিক অবস্থাও লক্ষণীয় ভাবে খারাপ হয়ে গিয়েছে তাঁর। কয়েকজন স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় ক্লাবের সাহায‍্যে সংসার কোনো মতে চালাচ্ছেন তিনি। এমতাবস্থায় যদি তাঁর বায়োপিক তৈরি হয় তবে হয়তো ফের সুদিনের মুখ দেখলেও দেখতে পারেন রানু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *