
নদিয়া: বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নদিয়ার কৃষনগঞ্জ থানার নাঘাটা প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইছামতি নদী সংলগ্ন একটি কালভার্টের মধ্যে বিরল প্রজাতির ওই কচ্ছপটি দেখতে পায় স্থানীয় বাসিন্দা। পূর্ণবয়স্ক বিরল প্রজাতির এই কচ্ছপটি কে স্থানীয় কিছু লোকজন জাল দিয়ে ধরে উদ্ধার করার পর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই কচ্ছপটিকে গ্রাম থেকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়। বিরল প্রজাতির এই কচ্ছপটি কে দেখতে উচ্ছূকে মানুষের ভিড় জমে গ্রামে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, পাশেই রয়েছে ইছামতি নদী আর সেই নদী থেকেই সম্ভবত উঠে আসতে পারে এই বিরল প্রজাতির বিশালাকার কচ্ছপটি।