নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: একুশের নির্বাচন প্রচার ইস্তাহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্পের কথা জানিয়েছিলেন। মূলত বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সেইমতো মন্ত্রিসভায় ঘোষণাও করেছেন চলতি বছরে ভাইফোঁটার পর থেকে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু হবে। কিন্তু এর মাঝেই দুয়ারে সরকার প্রকল্পে আইন না মানার অভিযোগে রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করলেন রেশন ডিলাররা।
এদিন রেশন ডিলাররা হাইকোর্টে জানিয়েছেন,’এ ভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়া যায় না। এর আগে দিল্লীতেও এই কর্মসূচি নেওয়া হয়েছিল, কিন্তু আদালত তার অনুমতি দেয়নি।রেশন ডিলাররা আরও জানিয়েছেন, এই প্রকল্পের জন্য সরকারের তরফে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া আইন বিরুদ্ধ। এছাড়া বাড়ি গিয়ে রেশন দিয়ে আসার মতো পরিকাঠামো রেশন ডিলারদের নেই।
রেশন ডিলারদের দাবি, ‘আইন অনুযায়ী প্রত্যেককে রেশন দোকানে গিয়ে রেশন নিয়ে যেতে হবে। বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়ার যাতায়াত খরচ, লেবার খরচ , প্রচারের খরচ সমস্তটাই দিতে হবে সরকারকে। ডিলাররা স্পষ্ট জানিয়েছেন এত বিপুল পরিমাণ খরচ তারা করতে পারবেন না।’
এর প্রেক্ষিতেই রাজ্য সরকার জানিয়েছে, সরকারের নির্দেশ মানতে বাধ্য রেশন ডিলাররা। নবান্নের তরফে জানানো হয়েছে,” ডিলারদের পরিবহন ও অন্যান্য খরচ বহন করতে সাহায্য করবে রাজ্য।’ সেপ্টেম্বরে পরীক্ষা মূলক ভাবে এটি চালু করা হচ্ছে। পরে সবদিক বিচার বিবেচনা করে এটির সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য,শুক্রবার এই মামলার শুনানি থাকলেও আগামীকাল অর্থাৎ শনিবার বিচারপতি অমৃত সিনহার এজলাসে ফের দুয়ারে রেশনের শুনানি হবে। এখন দেখার আগামীকালের শুনানিতে কী রায় দেন বিচারক।