Duare Sarkar: রেকর্ড করলো দুয়ারে সরকার প্রকল্প, ৮ দিনে জমা পড়লো ১ কোটি আবেদন

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ব্যাপক সাফল্য মিলেছে দুয়ারে সরকার প্রকল্পে। মাত্র ৯ দিনেই ১ কোটি আবেদন পূর্ণ হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের। ভোট পূর্ববর্তী সময়ে করা দুয়ারে সরকারে ১৮ দিনে জমা পড়েছিল ১ কোটি আবেদন। তবে দ্বিতীয় দফার দুয়ারে সরকার প্রকল্পে সংখ্যাটা পূর্ণ হয়েছে অর্ধেক দিনেই। এই তথ্যই প্রমাণ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত দুয়ারে সরকার প্রকল্পে কতটা সাড়া মিলেছে।

দুয়ারে সরকারের ক্যাম্প নিয়ে অবশ্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা অভিযোগ আসছে। এমতাবস্থায় লক্ষ্মীর ভাণ্ডার'(Lakshmi Bhandar) সহ অন্যান্য প্রকল্পে দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। ‘লক্ষ্মীর ভাণ্ডার‘ প্রকল্পের ফর্ম ভর্তি করানোর কাজে পঞ্চায়েত, পুরসভা, বা রাজ্য স্তরের কোনও রাজনৈতিক নেতাদের ঘেঁষতে দেওয়া যাবে না। এমনকী স্থানীয় ক্লাবের সদস্যরাও দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পের এলাকার মধ্যে প্রবেশ করতে পারবেন না। সোমবার এমনই কড়া নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

উল্লেখ্য,দুয়ারে সরকার প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করতে গত মাসে অ্যাপেক্স কমিটি গঠন করে রাজ্য সরকার। অ্যাপেক্স কমিটির নেতৃত্বে রাজ্যের মুখ্যসচিব। রাজ্য, জেলা ও কলকাতা স্তরে গঠন করা হয়েছে তিনটি টাস্কফোর্স। এই কমিটির অধীনেই কাজ করবে টাস্ক ফোর্সগুলি।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ঘোষণামতো ১৬ অগাস্ট শুরু হয়েছিল ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্প। সূত্রের খবর, ২৩ অগাস্ট রাত ৮টা পর্যন্ত মোট ৯৭ লক্ষ ৭৯ হাজার ৬৫৬ জন দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত হয়েছেন। সোমবার রাজ্যজুড়ে ২ হাজার ১৮৩ শিবিরে বিভিন্ন কাজে এসেছিলেন ১৭,২৪,১৩১ জন। গত ৮ দিনে সবচেয়ে বেশি ১২ লক্ষ ৮ হাজার ৮৬৫ উপভোক্তা এসেছেন দক্ষিন ২৪ পরগনার শিবিরগুলিতে। এখনও পর্যন্ত সবচেয়ে কম উপস্থিতি কালিম্পঙে। সংখ্যাটা মাত্র ২২,৫২২। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *