PM New Cabinet Minister: পদ থেকে ইস্তফা! সোস্যাল মিডিয়ায় বার্তা দিয়ে মন্ত্রিত্ব ছাড়ার কথা বাবুল সুপ্রিয়র

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ধ্যে ছয় টায় রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন নরেন্দ্র মোদি। এরপরই হবে মন্ত্রীদের শপথ গ্রহণ। প্রধানমন্ত্রীর নতুন মন্ত্রিসভায় রাজ্য থেকে কারা কারা ঠাঁই পাচ্ছে তা নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

সূত্রের খবর মোদির নতুন মন্ত্রিসভায় নতুন ও শিক্ষিতদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন হর্ষ বর্ধন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালও পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন এ রাজ্য থেকে দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়। জানা গিয়েছে বাংলা থেকে নবগঠিত মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন চারজন। শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও সুভাষ সরকার। 

পদত্যাগের কথা সোশ্যাল মিডিয়ায় জনসমক্ষে জানিয়ে বাবুল সুপ্রিয় ফেসবুক বার্তায় লিখেছেন, ‘হ্যাঁ, ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে। মাঝে কারোর ফোন ধরতে পারিনি, তবে বন্ধু, অনুরাগী ও সংবাদমাধ্যমের কাছে জানাতে চাই আমাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। আমি সেটা করেছি।’

এতেই থেমে থাকেননি তিনি। ফেসবুকের ওই বার্তায় আরও লেখেন ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাকে দেশের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই খুশি যে কোনওরকম দুর্নীতির অভিযোগ ছাড়াই আমি কাজ করেছি। আমার সংসদীয় এলাকা আসানসোলের মানুষকেও ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্য।’

এছাড়া তিনি লেখেন ,”সমস্ত সহকর্মীর জন্য অনেক শুভেচ্ছা রইল। সবার নাম আলাদা করে নিচ্ছি না তবে বাংলা থেকে যারা মন্ত্রী হতে চলেছেন তাদেরকে আলাদা করে অভিনন্দন। নিজের জন্য অবশ্যই মনখারাপ, তবে বাকিদের জন্য খুশি। এগিয়ে চলো।’

উল্লেখ্য, ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার গঠন করার পর কেন্দ্রের নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হয়েছিলেন বাবুল। এরপর ২০১৯ এর লোকসভায় জিতে আবারও কেন্দ্রে সরকার গঠন করে বিজেপি। বর্তমান কেন্দ্র সরকারের পরিবেশ ও বন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এবার সেই থেকেই ইস্তফা দিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *