যাত্রী বিক্ষোভের জেরে দীর্ঘক্ষন আটকে শিয়ালদহ-রানাঘাট শাখার ট্রেন চলাচল

রানাঘাট,নদীয়া: সাত সকালে যাত্রী বিক্ষোভ। বিঘ্নিত হলো রানাঘাট শিয়ালদা শাখার ট্রেন চলাচল। বিক্ষোভের জেরে আটকে পড়ে কৃষ্ণনগর,শান্তিপুর ও লালগোলা প্যাসেঞ্জার।

জানা গিয়েছে, যাত্রী বিক্ষোভের কারণ ৭টা ৩০ এর ডাউন রানাঘাট লোকালের প্ল্যাটফর্ম বদল। যাত্রীদের দাবি দীর্ঘদিন ধরে সাড়ে সাতটার ডাউন রানাঘাট লোকাল ছাড়তো ৫ নম্বর প্লাটফর্ম থেকে। কিন্তু বেশ কিছুদিন ধরে সেই ট্রেন ছারছে ২ নম্বর প্লাটফর্ম থেকে।

যাত্রীদের দাবি এর ফলে তাদের নানা অসুবিধা হচ্ছে। অবিলম্বে ডাউন রানাঘাট লোকালকে আবার ৫ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়তে হবে। প্রায় ৪০মিনিট ধরে চলে রানাঘাট স্টেশনের এই বিক্ষোভ। এরপর নিত্যযাত্রীদের সাথে রেলের আধিকারিকদের আলোচনার পর ওঠে এই বিক্ষোভ। রানাঘাট স্টেশনে বিক্ষোভের জেরে আটকে পড়ে কৃষ্ণনগর,শান্তিপুর ও লালগোলা প্যাসেঞ্জার। দিনের শুরুতেই যাত্রী বিক্ষোভের কারণে সমস্যায় বহু রেল যাত্রী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *