নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: পুজোর আগে ক্রমশ স্বস্তি দিচ্ছে দেশের করোনা পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণ কমেছে প্রায় ৪.৩ শতাংশ। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৩২৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন।
India reports 29,616 new COVID cases, 28,046 recoveries, and 290 deaths in the past 24 hours. Recovery Rate currently at 97.78%
— ANI (@ANI) September 25, 2021
Active cases: 3,01,442
Total recoveries: 3,28,76,319
Death toll: 4,46,658
Vaccination: 84,89,29,160 (71,04,051 in the last 24 hours) pic.twitter.com/Jnlqu4UbyB
একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৬০ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৬ হাজার ৯১৮ জন। সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৪৪২ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৮ লক্ষ ৭৬ হাজার ৩১৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ৪৬ জন।
৮৪ কোটি ৮৯ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭১ লক্ষের বেশি নাগরিক। গতকাল দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ২৭ হাজার ৪৪৩ জনের।