নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের একবার ঘূর্ণাবত পরিণত হয়েছে নিম্নচাপে। যার ফলে আগামী কয়েকঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টি নামবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে বুধবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
নিম্নচাপের পূর্বাভাস থাকলেও রীতিমত দুর্যোগ নেমে এসেছে বাংলা জুড়ে। সোমবার রাত থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। জলমগ্ন একাধিক এলাকা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।
মৌসম বিভাগের (IMD) জারি করা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি ১৩ টি রাজ্য ভাসতে চলেছে প্রবল বৃষ্টিতে৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি পশ্চিম রাজস্থান, গুজরাত, উত্তর ছত্তিশগড়, ওড়িশা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, উত্তর ও দক্ষিণ কর্ণাটক, গোয়া, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ুর বেশ কিছু অংশে আগামী ৩-৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি হবে৷
টানা বৃষ্টিতে রেকর্ড হারে কমেছে তাপমাত্রা। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৮ শতাংশ।