কৃষ্ণনগর,নদীয়া: আবারও ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য রেহাই পেল একাধিক বাস যাত্রী। কলকাতা বহরমপুর গামী বেসরকারি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। কৃষ্ণনগর ঢোকার আগেই ভাতজাংলার কাছাকাছি দুর্গাপুর এলাকায় ঘটে দুর্ঘটনা।


আহত যাত্রীদের অভিযোগ বেপরোয়া ভাবেই বাস চালাচ্ছিলেন বাস চালক। যাত্রীরা মিলে মানা করলেও সেদিকে কর্ণপাত করেননি বাস চালক। যাত্রীদের দাবি বাস চালকের কারণেই এই দুর্ঘটনা।


অতি দ্রুত গতিতেই ওভারটেকিং করেই সজোরে ধাক্কা মারে কৃষ্ণনগরের দিক থেকে আসা লরির সাথে। ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাসচালক। যদিও এই দুর্ঘটনায় লরির চালক লরির ভিতরে আটকে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ও প্রশাসনের প্রচেষ্টায় লরির ড্রাইভার কে উদ্ধার করার কাজ শুরু করে। এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও আহত একাধিক বাসের যাত্রী।


দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় উদ্ধারকার্য প্রাথমিক পরিষেবা দেওয়া হয়। নদীয়া জেলায় বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য দিনের পর দিন পথ দুর্ঘটনা ঘটছে।