নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: শীত প্রেমীদের জন্য সুখবর। আকাশ পরিষ্কার হতেই মিলল শীতের আমেজ। সপ্তাহান্তে তুখোড় শৈত্যপ্রবাহের সতর্কতা করলো আলিপুর আবহাওয়া দফতর।
পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই পৌষের শুরুতে জাঁকিয়ে শীত এর সম্ভাবনা। আগামী দু’দিন কুয়াশার সর্তকতা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা আরও কমে দাঁড়ায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি নীচে। আবহাওয়া দফতর জানিয়েছিল এটাই মরশুমের শীতলতম দিন কলকাতায়।
বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ প্রধাণত পরিষ্কার আকাশ। রোদ ঝলমলে দিন থাকবে সারাদিন। রাতে কমবে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে শীতের আমেজ আরো বাড়লো। আজ দক্ষিণবঙ্গের জেলায় আরো নামবে পারদ। ১২ ডিগ্রির আশে পাশে থাকবে জেলার তাপমাত্রা।
আবহাওয়াবিদরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন, শনিবারের পর থেকেই কলকাতার তাপমাত্রা নামতে শুরু করবে। শীতের আমেজ দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে। পুবালি হাওয়ার প্রভাব কমবে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে।
আগামী কয়েক দিন সকালের দিকে শিশির ও কুয়াশা থাকবে রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে। দৃশ্যমানতা অনেকটা কমতে পারে।