নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: মুম্বাইয়ের বিরুদ্ধে সম্মানের লড়াইয়ে অবশেষে স্বস্তি কেকেআরের। শেষমেশ হাসি ফুটল শাহরুখের মুখে। দীর্ঘদিন পর মুম্বাইয়ের বিরুদ্ধে জয় পেল কেকেআর। বৃহস্পতিবার আবু ধাবিতে রোহিত শর্মার দলকে হারিয়ে দিল ৭ উইকেটে ম্যাচ নিজেদের পকেটে পুড়ল শুভমন গিল-রা।
Another all-round performance ?
— IndianPremierLeague (@IPL) September 23, 2021
Another incredible win for @KKRiders as they beat #MumbaiIndians by 7 wickets ?
Scorecard ? https://t.co/SVn8iKC4Hl#VIVOIPL #MIvKKR pic.twitter.com/kEgrkLi4KH
মুম্বাইয়ের প্রথম ম্যাচ রোহিত শূন্য হলেও ,দ্বিতীয় ম্যাচে রোহিতের প্রত্যাবর্তন সকল মুম্বাই ইন্ডিয়ান্স প্রেমীদের মনে আশা জাগিয়েছিল। কিন্তু সেই আশা জল ঢালল। বৃহস্পতিবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক ইওন মর্গ্যান। রোহিত-ডি কক জুটি প্রথমে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ১৫৫ রানে শেষ হয় মুম্বাইয়ের দৌড়। ৩৩ রান করে আউট হন মুম্বই অধিনায়ক। এরপর দ্রুত সূর্যকুমারের উইকেট হারায় মুম্বই। তাঁকে আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর ৫৫ রান করে কৃষ্ণার দ্বিতীয় শিকার হন কুইন্টন ডি-কক।
Match 34. It's all over! Kolkata Knight Riders won by 7 wickets https://t.co/IW2sChqTxS #MIvKKR #VIVOIPL #IPL2021
— IndianPremierLeague (@IPL) September 23, 2021
মুম্বই যে গতিতে শুরু করেছিল, তার দ্বিগুণ গতিতে শুরু করলেন কলকাতার ওপেনাররা। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই জোড়া ছক্কার সাহায্যে এল ১৫। এরপর শুভমন গিল এবং বেঙ্কটেশ শাসন করতে থাকলেন মুম্বই বোলাররা। নির্মম ভাবে আক্রমণ করা হচ্ছিল বুমরাকেই। যদিও ভারতীয় বোলারই দলকে প্রথম সাফল্যের মুখ দেখালেন। তাঁর নিখুঁত ইয়র্কারে ভাঙল শুভমনের স্টাম্প। ম্যাচ এরপরেই বেরিয়ে গেল মুম্বইয়ের হাত থেকে।
তবে বৃহস্পতিবার কলকাতার ব্যাটসম্যানদের সামনে এদিন কার্যত রুখে দাঁড়িয়েছিল জসপ্রীত বুমরা। ভারতের প্রথম সারির বোলার হিসেবে পরিচিত বুমরাহ এদিন ৪ ওভারে ৪৩ রান খরচ করে ৩টি উইকেট পান। অপর কোনও মুম্বই বোলার এদিন উইকেট পাননি।
এদিনের ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় ৪ নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স। মোট ৯টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে রয়েছ মর্গানরা। কলকাতার উপরেই ৮ ম্যাচে ৫টি জিতে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কোহলির ব্যাঙ্গালোর। দ্বিতীয়তে চেন্নাই সুপার সিংস ও পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস।