শান্তিপুর,নদীয়া: শুরু হয়ে গিয়েছে চার কেন্দ্রের উপনির্বাচন। সকাল থেকেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। কোভিড বিধি মেনে সুষ্ঠ ভাবেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।
শান্তিপুর উপনির্বাচনের প্রতিটি বুথে ভোটারদের লম্বা লাইন। সকাল সকাল নিজের ভোট টা দিতে আগ্রহ প্রকাশ করছেন সাধারণ ভোটাররা। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কড়া নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া।
একনজরে দেখে নিন শান্তিপুর উপনির্বাচনের কিছু বুথের চিত্র








শান্তিপুর বিধানসভা উপনির্বাচন কেন্দ্রের । সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন ছবির মধ্য দিয়ে ।এবং ভোটাধিকার প্রয়োগের ।




সারাদিন নজরে খড়দহ, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটা। গত বিধানসভা নির্বাচনে দিনহাটা এবং শান্তিপুরে জিতেছিলেন বিজেপির দুই সাংসদ প্রার্থী। তবে সাংসদ পদ রাখতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাঁরা। খড়দহ এবং গোসাবার বিধায়কের মৃত্যু হয়েছে। সে কারণে ওই দুই কেন্দ্রে উপনির্বাচন।