Wb By-pole: নিজের কেন্দ্রে ভোট দিলেন শান্তিপুরের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদর্শ বুথ হিসেবে সাজানো হয়েছে ভোটকেন্দ্র

শান্তিপুর,নদীয়া: শুরু হয়ে গিয়েছে চার কেন্দ্রের উপনির্বাচন। সকাল থেকেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। কোভিড বিধি মেনে সুষ্ঠ ভাবেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

শান্তিপুর উপনির্বাচনের প্রতিটি বুথে ভোটারদের লম্বা লাইন। সকাল সকাল নিজের ভোট টা দিতে আগ্রহ প্রকাশ করছেন সাধারণ ভোটাররা। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কড়া নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া।

একনজরে দেখে নিন শান্তিপুর উপনির্বাচনের কিছু বুথের চিত্র

নিজের বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস
কোভিড বিধি মেনও ভোট কেন্দ্রে প্রবেশ বিজেপি প্রার্থীর
লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা
সুষ্ঠ ভাবে কোভিড বিধি মেনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া
সমস্ত ভোটারদের হাত সানিটাইজ করা হচ্ছে
শান্তিপুর বিধানসভার গোবিন্দপুর মাহিষ্য পাড়ার ৪০ নম্বর বুথে ইভিএম বিকল
সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারলেন না কয়েকজন ভোটার
ভোট কর্মীদের প্রচেষ্টায় নতুন করে ইভিএম মেশিন নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে

শান্তিপুর বিধানসভা উপনির্বাচন কেন্দ্রের । সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন ছবির মধ্য দিয়ে ।এবং ভোটাধিকার প্রয়োগের ।

শান্তিপুরের ১১৪ ও ১১৭ নম্বর বুথকে আদর্শ বুথ হিসেবে সাজিয়ে তোলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে
নির্বাচন কমিশনের কি কি নিয়ম রয়েছে বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে এই বুথটিতে
থার্মাল স্ক্যানিং এর মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে
জমায়েত এড়ানো হচ্ছে ভোট কেন্দ্রের ভেতরেও

সারাদিন নজরে খড়দহ, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটা। গত বিধানসভা নির্বাচনে দিনহাটা এবং শান্তিপুরে জিতেছিলেন বিজেপির দুই সাংসদ প্রার্থী। তবে সাংসদ পদ রাখতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাঁরা। খড়দহ এবং গোসাবার বিধায়কের মৃত্যু হয়েছে। সে কারণে ওই দুই কেন্দ্রে উপনির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *