নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ভবানীপুর বিধানসভায় বিধায়ক পদ ছাড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায় । সদ্য ঘটা বিধানসভা নির্বাচনে নিজের গড় রাসবিহারী ছেড়ে প্রার্থী হয়েছিলেন ভবানীপুরে । বিজেপির প্রার্থী রুদ্রনীলকে হারিয়ে জিতেছিলেনও সেখান থেকে । আজ একটু পরেই ইস্তফা দিতে যাচ্ছেন বিধানসভায় ।সূত্রের খবর , ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
মমতার নতুন মন্ত্রীসভাতেও জায়গা পেয়েছিলেন তিনি । গতবারের বিদ্যুৎমন্ত্রী থেকে এবার তাকে কৃষি মন্ত্রী করেন মমতা ব্যানার্জি । তবে জল্পনার বিষয়, সদ্য বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর ,কেনই বা তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন ।
এবিষয়ে শোভনদেব নিজে জানিয়েছেন, তিনি চান এই কেন্দ্র থেকেই বিধায়ক হওয়ার জন্য প্রার্থী হোন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আপাতত রাজ্যের মুখ্যমন্ত্রীই আছেন উনি। আমার ইচ্ছা এখান থেকেই লড়ে ফের মুখ্যমন্ত্রী হোন মমতা বন্দ্যোপাধ্যায়ই। আর এরপর দল আমার জন্য যা সিদ্ধান্ত নেবে, সেটাই বিশ্বস্ত সৈনিকের মতো মাথা পেতে নেব। তবে বাংলাতেই থাকতে চাই।”