‘জোর করে আটকে রাখা হচ্ছে শোভনকে’বিস্ফোরক মন্তব্য বৈশাখীর

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: শোভন চট্টোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় । শোভনকে এসএসকেএম হাসপাতালে জোর করে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করলেন বৈশাখী।প্রাক্তন তৃণমূল নেতার বান্ধবীর কথায়, ‘বিভিন্ন পরীক্ষার নাম করে শোভন চট্টোপাধ্যায়কে জোর করে আটকে রাখা হয়েছে এসএসকেএমে। সামান্য সুগার-প্রেশার পর্যন্ত সকাল থেকে দেখা হয়নি।’

এদিন বৈশাখী বলেন, ‘শোভনের অসুস্থতা আগে থেকেই ছিল। চক্রান্ত করা হচ্ছে। ক্ষোভে খাওয়া বন্ধ করেছেন শোভন। যেখানে আদালত গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে, সেখানে কেন আটকে রখা হচ্ছে। এটা অগণতান্ত্রিক। ফিরহাদ হাকিম মন্ত্রী বলে বাড়ি ফিরতে পারবেন, সাধারণ মানুষ হলে পারবেন না, এটা কেন হচ্ছে? ফিরতে হলে পর্ণশ্রীর বাড়িতে আসতে হবে, এসব বলা হচ্ছে।

নারদ মামলায় প্রথমে জামিনে স্থগিতাদেশ দেওয়ার পর প্রেসিডেন্সি জেলে গেলেও অসুস্থতা বোধ করায় শোভন চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয়েছিল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। কিন্তু সেখানে সিবিআই হেফাজতের থেকেও খারাপ অবস্থায় শোভন চট্টোপাধ্যায়কে থাকতে হচ্ছে বলে অভিযোগ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।

উল্লেখ্য, এর আগেও বিস্ফোরক অভিযোগ করেছিলেন শোভন-বান্ধবী। ক’দিন আগেই বৈশাখী বলেছিলেন, ‘ওরা দু’জন মদন মিত্রের ঘরে যাওয়ার নাম করে জোর করে শোভন বাবুর কেবিনের সিকিওরিটি ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন।’ তবে ওরা দুজন বলতে ঠিক কাকে বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি বৈশাখী। 

প্রসঙ্গত, নারদ মামলায় শোভন-সহ চার হেভিওয়েটকে গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরই শোভনের বাড়িতে চিকিৎসা চালানোর জন্য তোড়জোড় শুরু করেন বৈশাখী। অক্সিজেন কনসেনট্রেটর, নেব্যুলাইজারের ব্যবস্থা করেছেন বলে খবর। এদিকে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সিরোসিস অফ লিভারে আক্রান্ত শোভন চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *