নদিয়া: মোদির সভায় যোগ দিতে আসা ট্রেনের ধাক্কায় মৃত তিন বিজেপি কর্মীকে শ্রদ্ধা জানাতে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে এলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিন বিজেপি কর্মীর মৃতদেহ ময়নাতদন্তের পর সমবাহী গাড়িতে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শেষ শ্রদ্ধা জানাতে এলেন বিজেপি নেতৃত্ব।
এরই মাঝে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে শুভেন্দুকে ঘিরে গো ব্যাক স্লোগান পাল্টা স্লোগান বিজেপির। তৃণমূল ও বিজেপি উভয়ের মধ্যে বচসার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। যুব তৃণমূল কংগ্রেসের অভিযোগ, একদিকে যখন বিজেপি মতুয়া এবং নমঃশূদ্রদের নাম এস আই আরে কেটে দিচ্ছে আজ তাদের নিয়েই মতুয়াগড়ে রাজনীতি করতে তিনি আসছেন। নদিয়ার লোক এনে মাঠ ভরানোর ক্ষমতা নেই বিজেপির।
ভিন জেলা থেকে লোক এনে মাঠ বাড়ানোর চেষ্টা করে আজ তিনজন নিরীহ গরিব মানুষের প্রাণ গেল। সেই বিষয় ধিক্কার জানানোর জন্যই যুব তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি হাসপাতাল চত্বরে। যুব তৃণমূলের আরো অভিযোগ, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের সাথে থাকা সিআরপিএফ দিয়ে তাদের ওপর লাঠিচার্জ এবং বাইক ভাঙচুর করা হয়েছে বলে দাবি।
অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি কে নিম্ন রুচির পরিচয় বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারীর। তৃণমূলের সমালোচনা করতে শোনা গেল সুকান্ত মজুমদার কেও। একদিকে যখন তিন বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে শোকে মুর্শিদাবাদের কর্মী সমর্থকরা তারই মধ্যে যুব তৃণমূল কংগ্রেসের এই স্লোগানকে ঘিরে উভয় পক্ষের মধ্যে বচসা সামাল দিতে বেগ পেতে হলো পুলিশকে।
