নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে আনুষ্ঠানিক ভাবে বিধানসভার স্পিকারকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । চিঠিতে মুকুলের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন তিনি । বিধানসভার সচিবালয়ে চিঠি জমা পড়েছে। যদিও এখনও পর্যন্ত চিঠি হাতে পাননি বলে জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Bondopadhay)।
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন করতে বৃহস্পতিবারই বিধান সভায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী । কিন্তু তিনি যে সময় বিধানসভায় গিয়েছিলেন তখন স্পিকার ছিলেন না। তাই স্পিকারের হাতে চিঠি তুলে দিতে পারেননি তিনি। তবে সাধারণত অধ্যক্ষ না থাকলে রিসিভিং বিভাগের যে কেউ চিঠি নিতে পারেন। কিন্তু, সেই সময় ওই বিভাগেও কেউ ছিলেন না। ফলে চিঠি জমা দিতে পারেননি শুভেন্দু।
উল্লেখ্য, কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে এবার বিজেপির (Bjp) টিকিটে ভোটে লড়েন মুকুল রায়। ওই কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে (Koushani Mukhopadhay)পরাজিত করে বিধায়ক হিসেবে নির্বাচিত হন মুকুল রায়। তবে ভোটের ফল বেরনোর দেড় মাসের মাথায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল। তাঁর তৃণমূলে যোগদানের পর শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘কীভাবে দলত্যাগ বিরোধী আইন রূপায়ন করতে হয়, তা তাঁর জানা আছে। মুকুল রায় নিজে থেকে পদত্যাগ না করলে তিনি এই আইন রূপায়নের পথে হাঁটবেন।’
প্রসঙ্গত শিশির অধিকারীর (Shishir Adhikari)সাংসদ পদ যাতে খারিজ করা হয়, তৃণমূল কংগ্রেসও সে বিষয়ে লোকসভার অধ্যক্ষের কাছে পিটিশন জমা করেছে। মুকুল রায়ের ক্ষেত্রেও এবার একই বিষয় নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।