রাজ্যে সামান্য কমলো করোনার সংক্রমণের হার,একদিনে মৃত্যু ১৫৪ জনের

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: গত কিছুদিনের তুলনায় সামান্য কমলো রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ । একই সঙ্গে কমেছে রাজ্যে করোনায় মৃত্যুর হারও । বেড়েছে সুস্থতাও । সবমিলিয়ে আশার আলো দেখছেন চিকিৎসকরা । রাজ্য সরকারের শনিবারের তথ্য বলছে ,গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন । ২৪ ঘন্টায় করোনার জেরে প্রাণ হারিয়েছেন ১৫৪ জন । একইসঙ্গে রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ২০২ জন ।

দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও এগিয়ে উত্তর ২৪ পরগনা । মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৭৬ জন । কিছু দিনের মতো দ্বিতীয় স্থানে কলকাতা । কলকাতায় গত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৮০ জন । এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬৮৮ জন । ডিসচার্জ রেট ৮৮.৩২ শতাংশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *