Sonu Sood:,’কর ভলা হো ভলা’, অবশেষে আয়কর ফাঁকির অভিযোগ উড়িয়ে ট্যুইট সোনু সুদের

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: গত বুধবারই আচমকা সোনু সুদের বাড়িতে হানা দিয়েছিল আয়কর অফিসাররা। ২০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে টানা তিনদিন ধরে চলেছে তল্লাশি। অবশেষে সোমবার মুখ খুললেন সোনু সুদ (Sonu Sood)। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরলেন তিনি।     

ট্যুইটে সোনু সুদ (Sonu Sood) লেখেন, “সমস্ত দেশবাসীর আশীর্বাদ সঙ্গে থাকলে কঠিন পথে হাঁটাও সহজ হয়ে যায়।” তিনি আরও লেখেন,’সবসময়ে নিজের কথা নিজেকে ঢাক পিটিয়ে বলতে নেই। সঠিক সময় আসলেই সব প্রকাশ পায়। আমি দেশের মানুষের কাজে নিজেকে উত্‌সর্গ করেছি। আমার মন-প্রাণ দিয়ে যথাসাধ্য চেষ্টা মানুষের জন্য কাজ করার। আমার ফাউন্ডেশনের প্রতিটি অর্থ গরিব মানুষের কাজে লাগার অপেক্ষায়। চেষ্টা করছি,অন্তত একজনের প্রাণও যাতে বাঁচাতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।’

অভিনেতা আরও লেখেন, ‘গত চারদিন আমার পুরো সময়টা গিয়েছে কিছু অতিথির পাশে থাকার জন্য। কিন্তু আমি আবার ফিরে এসেছি। আবার জনসেবায়, মানুষের প্রাণ বাঁচাতে নিজেকে উৎসর্গ করতে।’ এই খোলা চিঠির সঙ্গে ‘কর ভলা হো ভলা’, ‘জয় হিন্দ’ জুড়ে দিয়েছেন তিনি।

আয়কর দফতরের দাবি, সোনু সুদের এনজিও-র তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে, যা সরাসরি যা ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের সরাসরি লঙ্ঘন।

উল্লেখ্য, ২০২০-র লকডাউন থেকেই করোনা আবহে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সোনুর এনজিও। গোটা দেশের কাছে তিনি ‘মসিহা’। তাই কর ফাঁকি দেওয়ার খবরে অনেকেই নড়েচড়ে বেছিলেন। কারও কারও বিশ্বাসে টালও খেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *