Sourav Ganguli Birthday: জন্মদিনে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাসল শুভেচ্ছাবার্তা,সবকিছুকে ছাড়িয়ে ভারতীয় ক্রিকেট আজও সৌরভময়

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ৮ জুলাই, বাঙালিদের মনে একটা আবেগের দিন। এদিন একইসাথে বাংলার দুজন গর্বের মানুষের জন্মদিন। একদিকে রাজ্যের দীর্ঘমেয়াদি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও অন্যদিকে বাংলার ক্রিকেটের ‘দাদা’সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন।

জন্মদিনে আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাসল শুভেচ্ছাবার্তায়। একনজরে দেখে নিন কে কি লিখলো সোশ্যাল মিডিয়ায়…

জন্মদিনে শুধু ফ্যানেরাই নন, ক্রিকেট জীবেনের সতীর্থরাও জানালেন শুভেচ্ছা। সেই তালিকায় প্রথমেই রয়েন সৌরভের প্রিয় বন্ধু শচীন তেন্ডুল কর। টুইটে তিনি বাংলায় লেখেন, ‘আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। তোমার জন্য একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।’

সহবাগ লেখেন, ‘দাদার মতো ভাবনা, দাদার মতো তারকা খুব কমই আছে। ভাল থেকো, সুস্থ থেকো দাদা।’

সৌরভকে শুভেচ্ছা জানাতে বাদ যাননি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জয় শাহও। টুইটে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিন্স অব ক্যালকাটা। মাঠের ভিতর এবং বাইরে তুমি যেভাবে ক্রিকেটের জন্য কাজ করে চলেছো তাতে আমরা তোমার কাছে কৃতজ্ঞ।’

হরভজন লেখেন, ‘শুভ জন্মদিন আমার অধিনায়ক। সব সময় ভালবাসি।’

ভিভিএস লক্ষণ শুভেচ্ছা বার্তায় লেখেন, “জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার জীবন আনন্দে ভরে উঠুক। আপনার বছরটি দুর্দান্ত কাটুক এঅ কামনা করি।”

মহম্মদ কাইফ শুভেচ্ছা বার্তায় লেখেন, “দাদা যখন মাঠে নিয়ে গিয়েছিল তখন একটা আলাদা অনুভূতি হয়েছিল। শুভ জন্মদিন ক্যাপ্টেন। ভালো করলে যেভাবে সমর্থন করতে খারাপ করলেও সেভাবে পাশে দাঁড়াতে। তোমার হাত কখনও সরে যায়নি আমার কাঁধ থেকে। তুমি জন্ম নিয়েছ নেতা হয়েই। শুভ জন্মদিন।”

ভারতীয় ক্রিকেটে অধিনায়ক হিসাবে তাঁর অবদান কখনও ভোলার নয়। গড়াপেটের অভিযোগে যখন ভারতীয় ক্রিকেট জর্জরিত, ঠিক সেই সময়ে হাল ধরেন সৌরভ। দলকে বের করে আনেন সেই দুঃসময়ের অধ্যায় থেকে। ভবিষ্যতে ক্রিকেটের মাঠে ভারতকে রীতিমতো শক্তিশালী দল হিসাবে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন সৌরভই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *