দাদার মুকুটে নয়া পালক,কুম্বলের পরিবর্তে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভ

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের একবার দাদার মুকুটে নয়া পালক। কুম্বলের জায়গায় আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। এর আগে সৌরভ আইসিসি-র ক্রিকেট কমিটিতে ছিলেন। বর্তমানে যে ক্রিকেট কমিটি রয়েছে, তার পর্যবেক্ষক সৌরভই।

গতকাল আইসিসি বোর্ডের সভার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এমনকি আফগানিস্তানে তালিবান শাসন শুরু হওয়ার পর সেখানকার ক্রিকেট বোর্ড ও আফগানিস্তানের ক্রিকেটের সমস্ত বিষয় খতিয়ে দেখে পর্যালোচনার জন্য ওয়ার্কিং গ্রুপও গঠন করা হয়েছে।

এতদিন এই দায়িত্ব সামলাচ্ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে। তিনবার আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলেন কুম্বলে। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েডের মেয়াদ শেষে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল কুম্বলেকে। ২০১৬-য় দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান করা হয় জাম্বোকেই। তৃতীয়বারও তাঁর উপরই ভরসা রেখেছিল আইসিসি। দীর্ঘ ৯ বছর চেয়ারম্যানের দায়িত্ব সামলানোর পর এবার কুম্বলের জায়গায় আইসিসি বেছে নিতে চলেছে আরেক ভারতীয়কেই। শোনা যাচ্ছে, পর্যবেক্ষক থেকে চেয়ারম্যান হিসেবে পদোন্নতি হচ্ছে সৌরভের।

আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হওয়ার অর্থ ক্রিকেটের নিয়মাবলির দেখভাল করা। বিসিসিআই প্রেসিডেন্ট পদে থেকেই চেয়ারম্যানের দায়িত্বও নাকি সামলাবেন সৌরভ। এমনকী কর সংক্রান্ত দায়িত্বও নাকি এবার ভারতীয় বোর্ডের সঙ্গে ভাগ করে নিতে চলেছে আইসিসি। 

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই বিষয় নিয়ে সৌরভের প্রশংসা করে বলেছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ক্রিকেটার হিসাবে ও ক্রিকেটের প্রশাসক হিসাবে সৌরভের অনেক বেশি গুণ রয়েছে। একই সঙ্গে অভিজ্ঞতা অনেক বেশি। আমাদের ক্রিকেটকে অন্য পর্যায়ে পৌঁছানোর জন্য সাহায্য করতে পারবেন সৌরভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *