WTC FINAL:বৃষ্টির কারণে বাতিল হল সাউদাম্পটনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের খেলা

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সকাল থেকে অবিরাম বৃষ্টিতে অবশেষে বাতিল হল সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের খেলা । আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা(ICC) ট্যুইট করে জানিয়েছে,’অবিরাম বৃষ্টির ফলে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের খেলা বাতিল করা হল ।

একইসাথে বিসিসিআইও ট্যুইট করে জানিয়েছে খেলা বাতিলের কথা । সেই সঙ্গে ট্যুইটে বিসিসিআই লিখেছে,দ্বিতীয় দিনের খেলা শুরু হবে স্থানীয় সময় ১০ টা ৩০ মিনিটে । ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩ টের সময় ।

সাউদাম্পটনের আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল,’আজ সারাদিন বৃষ্টি হতে পারে।সেই মতো রিজার্ভ ডে-ও রাখা হয়েছিল আইসিসির তরফে । এমনকি একটা সময় আম্পায়াররা মাঠ পরিদর্শনে যান । ফিরে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথম সেশনের খেলা হবে না।দ্বিতীয় সেশন থেকে খেলা শুরু হবে । তবুও শেষ রক্ষা হল না । বৃষ্টির জন্যই ভেস্তে গেল প্রথম দিনের খেলা । এই অবস্থায় প্রত্যেকেই তাকিয়ে রয়েছে রিজার্ভ ডে’র দিকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *