নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: প্রাথমিক স্তরে নতুন প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার। প্রাথমিক পড়ুয়াদের জন্য পাড়ায় পাড়ায় স্কুল খুলতে চলেছে রাজ্য প্রাথমিক শিক্ষা দফতর। সূত্র মারফত জানা গিয়েছে,সোমবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ নতুন এই প্রকল্পের নাম হতে পারে ‘পাড়ায় শিক্ষালয়’।
উল্লেখ্য, করোনাকালে প্রায় ২ বছর বন্ধ প্রাথমিকের পঠনপাঠন। ক্লাসরুমের বন্দ গণ্ডিতে কচিকাঁচাদের ক্লাস নেওয়া বিপদ্দজনক হতে পারে বলেই মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসকরা। সেই কথা মাথায় রেখেই খোলা জায়গায় নেওয়া হবে পড়ুয়াদের ক্লাস। ক্লাস নেবেন স্কুলের শিক্ষক-পার্শ্বশিক্ষক ও শিক্ষা সহায়করা৷ রাজ্যের প্রায় ৮০ লক্ষ প্রাথমিক পড়ুয়ার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে৷ স্কুল বন্ধ থাকায় খুদে পড়ুয়াদের নিয়ে এই বিকল্প ক্লাসের ভাবনা বলে শিক্ষা দফতর সূত্রে খবর৷
করোনাকালে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় বেশিরভাগ জায়গাতেই পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। পঠন-পাঠন আপাতত অনলাইনে (Online Classes) চললেও প্রাথমিক স্তরের পড়ুয়ারা অনলাইনে পড়াশোনার সঙ্গে কতটা খাপ খাইয়ে নিতে পারছে, সে নিয়ে আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞ মহলে। এই অবস্থাতেই প্রি-প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিশুদের পঠনপাঠনের রাস্তা খুলতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। পঞ্চায়েত ও ওয়ার্ড শিক্ষা কমিটি এই প্রকল্পের আয়োজন করবে৷ সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের পড়ুয়ারা এই সুযোগ সুবিধা পাবে৷