Narada Case: সিবিআই আইনজীবী তুষার মেহতার সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর! তবে কী নারদকাণ্ডে রেহাই পাবে শুভেন্দু?

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: এনিয়ে দ্বিতীয়বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে  দেখা করলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার প্রথমেই দেখা করেন অমিত শাহের সঙ্গে। এরপর সেখান থেকে বেরিয়ে নারদ মামলার সিবিআই আইনজীবী তুষার মেহেতার সঙ্গেও দেখা করেন।

নারদ মামলার অন্যতম অভিযুক্ত শুভেন্দু অধিকারী। কিভাবে  একজন আইনজীবী একজন অভিযুক্তের সাথে আলোচনায় বসতে পারে? তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃনমুল।

শুধু অমিত শাহ বা তুষার মেহতা নন, এরপর একে একে তৃণমূল ত্যাগী বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী, পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী।

সিবিআই আইনজীবী তুষার মেহতার সঙ্গে দেখা করা প্রসঙ্গে তৃনমুল রাজ্য সম্পাদক ট্যুইট করে লিখেছেন,”নারদ কেলেঙ্কারির এফআইআরে নাম থাকা অভিযুক্ত ব্যক্তি সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার সঙ্গে বৈঠক করলেন কেন? বিজেপি কি মধ্যস্থতা করে বাছছে ? আগামীদিনে হয়ত আগাম জামিনের আবেদন করবে, নারদ কেসে। সিবিআই বেশি বিরোধিতা তৈরি করবে না। এটাই কি সেটিং হল? লোকসভার স্পিকারের কাছে যে সিবিআই অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছে, সেখানে সিবিআই-এর আইনজীবীর সঙ্গে কেন দেখা করলেন?

তবে শুভেন্দু এর কোনো উত্তর দিতে চাননি। নাম না করে কুনাল ঘোষের উদ্দেশ্য বলেছেন,”সারদা মামলায় সাড়ে তিন বছর জেল খাটা কারও প্রশ্নের উত্তর আমি দেব না। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *