নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: পর হয়ে গেল গোটা একটা বছর । এক বছর আগের রবিবার পাল্টে গিয়েছে সোমবারে। কিন্তু একটা সত্যি পাল্টায়নি। সুশান্ত সিং রাজপুত চিরকালের মতো সকলকে ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে । তাঁর মৃত্যু যতটা নিঃশব্দে এসেছিল, তাঁর মৃত্যু পরবর্তী অধ্যায়গুলি ততটাই বেশি জায়গা করে নিয়েছিল খবরের কাগজের শিরোনামে। অভিনেতার নামের হ্যাশট্যাগটি সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সকলেই তাঁকে স্মরণ করেছেন ।
সরল, সাধাসিধে, হাসি মাখা মুখখানি আজও থেকে গিয়েছে মানুষের মনে। মৃত্যুর এক বছর পেরনোর পরও আজও বিষণ্ণতায় দিন কাটাচ্ছে সুশান্তের বন্ধু থেকে সহশিল্পীরা। ফিরে ফিরে আসছে তাঁদের মনে সুশান্ত স্মৃতি। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁদের পোস্টে বারবার ফিরে ফিরে আসছে সুশান্ত সিং রাজপুত।
Shine on… ⭐️#SushantSinghRajput pic.twitter.com/YJZQqQz22N
— Palak Muchhal (@palakmuchhal3) June 14, 2021
Nothing seems to be the same. The void you left behind still remains. Here's hoping I'll see you once again. Miss you Brother? #stillnumb #sushantsinghrajput pic.twitter.com/TcmoqdVp8H
— Mukesh Chhabra CSA (@CastingChhabra) June 14, 2021
Thinking of you. ❤️?? #SushantSinghRajput pic.twitter.com/6ikNSLSMNE
— PRIYANKA (@priyankachopra) June 14, 2021
সুশান্তের করা শেষ ছবি ‘দিল বেচারা’। ছবির নায়িকা সঞ্জনা সাঙ্ঘভি তাঁর সঙ্গে একটি ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন। সঞ্জনার ক্যাপশন, ‘সারা জীবনের শূন্যতা, মিস ইউ।’