“আগে রাস্তায় বাস নামান,তারপর ভাড়াবৃদ্ধি নিয়ে আলোচনা হবে”, বাস মালিকদের উদ্দেশ্যে কড়া বার্তা ফিরহাদের

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: “আগে রাস্তায় বাস নামান ,তারপর ভাড়াবৃদ্ধি নিয়ে আলোচনা করা যাবে” সোমবার বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকের পর এমনটাই বলেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন,” বর্তমান পরিস্থিতিতে রাজ্যের সমস্ত বেসরকারি বাস মালিকদের জানানো হয়েছে,আগে রাস্তায় বাস নামান,তারপর আপনাদের দাবি নিয়ে আলোচনা করা হবে।”এদিন বাস মালিক সংগঠনের সভাপতি স্বর্ণকমল সাহার সাথেও দীর্ঘক্ষণ বৈঠক করেন ফিরহাদ হাকিম।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস চালানো যাবে। সেই মতো চালুও হয় বাস পরিষেবা। তবে সরকারি বাস চালু হলেও ,ভাড়া না বাড়ালে বেসরকারি বাস রাস্তায় নামবে না বলে জানায় বেসরকারি বাস মালিক সংগঠন। তাঁদের এই অনড় মনোভাবের জেরে নিত্যযাত্রীরা ব্যাপক সমস্যার মুখে পড়েন গন্তব্যে পৌঁছতে। এই সমস্যার সমাধানে আগামী সোমবার বাস সংগঠনগুলির সঙ্গে আলোচনা করতে চেয়ে বৈঠক ডাকেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই বৈঠকেই মন্ত্রী কড়া বার্তা দিলেন, আগে বাস নামবে রাস্তায়, তারপর ভাড়াবৃ্দ্ধি (fare hike) নিয়ে বিবেচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *