নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: মদন মিত্রের ভবানিপুরের বাড়িতে ভয়াবহ আগুন। আগুনে ভস্মীভূত গোটা ঘর । আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন । আগুন লাগার সাথে সাথেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন পরিবারের লোকজন । অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র । তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তার মধ্যেই তিনি বলেন, ”কোনওক্রমে প্রাণে বাঁচলাম।” তবে মদন মিত্রের শতাব্দী প্রাচীন বাড়ির একতালাটি পুড়ে গেছে ।
সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে তার বাড়িতে । নিজে ছিলেন দোতলায় । প্রথমে ভেবেছিলেন পাশে কোথাও আগুন ধরেছে । কিন্তু তারপরই বুঝতে পারেন, নিজের বাড়িতেই অগ্নিকাণ্ড ঘটেছে। সঙ্গে সঙ্গে তিনি বন্ধু তথা দমকল মন্ত্রী সুজিত বসুকে ফোন করে সাহায্য চান। সুজিত বসুও তৎপরতার সঙ্গে দমকল বিভাগে যোগাযোগ করে ইঞ্জিন পাঠান। ইতিমধ্যে অবশ্য প্রতিবেশীরা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। সকলকে ধন্যবাদ জানিয়ে মদন মিত্র বলেন, আমার বিপদে এভাবে ছুটে এসে সাহায্যের জন্য। বিশেষত রাজ্য সরকার, সুজিত বসু এবং আমার প্রতিবেশীদের।”
সর্ট সার্কিট থেকে সম্ভবত আগুন লেগেছে ,এমনটাই অনুমান করছে দমকল এর আধিকারিকরা ।