নদিয়া: নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হলো নান্দনিক ভাষা উৎসব ও মেলা ২০২৬। কৃষ্ণনগর রবীন্দ্রভবনে ভাষা উৎসবে উপস্থিত ছিলেন নদিয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত সহ নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে, সাংসদ মহুয়া মৈত্র সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।
রাজ্য সরকারের উদ্যোগে নদিয়া ভাষা উৎসব ও শুরু হওয়া মেলা চলবে আগামী ২৬ শে জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানের সূচনা পর্ব রবীন্দ্রভবন থেকে অনুষ্ঠিত হলেও কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে প্রতিদিন মেলা প্রাঙ্গণে রাজ্যের সুপরিচিত শিল্পী, কবি ,সাহিত্যিক থেকে শুরু করে বিশিষ্ট অতিথি শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। একই সাথে নদিয়া নামে একটি বইয়ের ও শুভ সূচনা হয়।
ভাষা উৎসবের অনুষ্ঠানের মাধ্যমে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বাংলা ভাষা নিয়ে যুব সমাজের উদ্দেশ্যে অনেকেই বক্তব্য রাখেন।আজকের যুবসমাজ আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা ও বাংলার কৃষ্টি, সংস্কৃতি থেকে দূরে সরে আসছে। বাংলায় কথা বলার জন্য বাংলাভাষীরা বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছেন বাংলাভাষী মানুষ। সমাজের বিভিন্ন স্তরের প্রতিটি পরিবারে তাদের সন্তানাদিদের বাংলা ভাষা ও বাংলার ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে আরো বেশি করে আকৃষ্ট করে তুলতে আহ্বান জানানো হয়।
না হলে একদিন বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি বিপন্ন হয়ে পড়বে বলেও জানান অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গরা। এছাড়াও এদিন মঞ্চে উপস্থিত জেলা প্রশাসনের আধিকারিক ও বিশিষ্টজনেরা। অন্যদিকে প্রতিদিন সন্ধ্যায় কৃষ্ণনগর গভঃ কলেজ মাঠ প্রাঙ্গনে বহিরাগত শিল্পী সমন্বয় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এখানেও মানুষের উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো।
