এবছরও বাতিল হল অমরনাথ যাত্রা,তবে পুণ্যার্থীদের জন্য থাকছে অনলাইনে আরতির ব্যাবস্থা

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: করোনা অতিমারীর কারনে এবছরও বাতিল হল অমরনাথ যাত্রা। এনিয়ে পরপর দুবছর বাতিল হল অমরনাথ যাত্রা। তবে অমরনাথ যাত্রা বন্ধ করলেও অনলাইনে করা যাবে দর্শন থেকে আরতি। চলতি মাসের ২৮ জুন থেকে অনলাইনে শুরু হবে আরতি। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

চলতি মাসের ২৮ জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ছিল। প্রতি বছর হাজার হাজার ভক্ত শিবের ওই গুহামন্দির দর্শন করতে অমরনাথ যাত্রা করেন। ভূস্বর্গের লিদার ভ্যালিতে প্রায় ৩ হাজার ৮৮৮ মিটার উচ্চতায় রয়েছে অমরনাথের গুহা। দুর্গম জঙ্গল ও পাহাড়ে ঘেরা অমরনাথে পৌঁছতে গিয়ে প্রতিবছরই প্রাণ যায় বেশ কয়েকজন পুণ্যার্থীর। এর সঙ্গেই ভয় থাকে সন্ত্রাসীদের হামলার। আইএএসের মতো জেহাদি জঙ্গি সংগঠনগুলি অমরনাথে আগত পুণ্যার্থীদের ওপর হামলা করে। একদিকে করোনার সংক্রমণ অন্যদিকে সন্ত্রাসীদের হামলার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *