নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরই চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল তৃনমুল। এরপর সিপিএমও প্রার্থী ঘোষণা করেছিল শান্তিপুর সহ চার কেন্দ্রের। এবার রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের (WB By-Elections 2021) জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। সেই তালিকায় প্রাধান্য দেওয়া হয়েছে বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং স্থানীয় নামকেই।
চার কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে বিজেপির (BJP) জন্য সবচেয়ে সম্ভাবনাময় আসন শান্তিপুর। এই কেন্দ্রে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন বিশ্বাসকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক কাজে যুক্ত তিনি।
দিনহাটা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন তৃণমূল নেতা অশোক মণ্ডলকে । উত্তরবঙ্গে তৃণমূলের টিকিটে জিতে আসা প্রথম বিধায়ক তিনি। সেবারে বর্তমান তৃণমূল (TMC) প্রার্থী উদয়ণ গুহকেই (Udayan Guha) হারান অশোকবাবু। কিন্তু ২০১১ থেকে দলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁর। ২০১৬ নাগাদ বিজেপিতে যোগ দেন। তারপর থেকেই দলের সংগঠনের কাজ করছেন। ২০২১ বিধানসভা নির্বাচনে দিনহাটা এবং শান্তিপুর এই দুটি কেন্দ্রেই জিতেছিল বিজেপি। তাই উপনির্বাচনে এই দুটি কেন্দ্রে বেশি গুরুত্ব দিচ্ছে তাঁরা।
গোসাবায় গেরুয়া শিবিরের প্রার্থী পলাশ রানা। বয়সে তরুণ পলাশবাবুও একসময় তৃণমূলে ছিলেন। পেশায় ব্যবসায়ী পলাশ সুন্দরবন এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। অন্যদিকে, খড়দহে বিজেপির টিকিটে লড়ছেন জয় সাহা।
গত ২৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এই চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে। কমিশন জানায়, আগামী ৩০ অক্টোবর এই চার কেন্দ্রে ভোট হবে। ভোটের ফল ঘোষণা হবে ২ নভেম্বর। বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, চার কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৮ অক্টোবর। মনোনয়ন স্ক্রুটিনি করে দেখার শেষ দিন ১১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১৬ অক্টোবর।